শনিবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের উত্তর কাশিপুর পুরাতন যমুনা সেলস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পিন্টু ওই ওয়ার্ডের পরপর দু’বার নির্বাচিত কাউন্সিলর।
পিন্টুর সহকর্মী শেখ আমানত বাংলানিউজকে জানান, পিন্টুর নির্বাচনী অফিস থেকে দুইশ’ গজ দূরে বোমা হামলার ঘটনা ঘটে। ওইসময় এলাকায় বিদ্যুৎ ছিল না। বিকট শব্দে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রত্নেশ্বর রায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কাউন্সিলর প্রার্থী পিন্টু ওইসময় গণসংযোগ করছিলেন। ঘটনাস্থলে তাকে লক্ষ্য করে তিনটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কাউন্সিলর ও তার সমর্থকদের কেউ আহত হননি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এমআরএম/আরবি/