ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কোনো অপরাধী বিনিময় বাণিজ্য নয়: ইনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
নির্বাচন কোনো অপরাধী বিনিময় বাণিজ্য নয়: ইনু তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু

কুষ্টিয়া: বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে। আপনারা খালেদার দণ্ড মওকুফ করার জন্য দেন দরবার করবেন না। দণ্ড মওকুফের জন্য নির্বাচনে শর্ত জুড়ে দেবেন না। নির্বাচন কোনো অপরাধী বিনিময় বাণিজ্য নয়। 

রোববার (০৬ মে) সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কামিরহাট এলাকায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কাটা ও মাঠ দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া হলেন সার্টিফাইড আগুনসন্ত্রাসী ও জঙ্গির ঘনিষ্ঠ সঙ্গী।

তিনি দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মে ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।