রোববার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় নাটোরের সিংড়া উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার।
এসময় প্রতিমন্ত্রী পলক চলনবিলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার আশ্বাস এবং এলাকায় বাঁধ নির্মাণ ও দীর্ঘদিন সংস্কার না হওয়া স্লুইস গেট সংস্কারের তাগিদ দেন তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসআই