ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রয়োজনে আন্দোলনের ধরণ পরিবর্তন হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
প্রয়োজনে আন্দোলনের ধরণ পরিবর্তন হবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। প্রয়োজনের তাগিদে খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবর্তন হবে।

রোববার (০৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের বর্তমান ধরণটাই জানে বা বুঝে কিংবা আর কোনো ধরণ জানে না- সেটা ঠিক নয়।

প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরণও পরিবর্তন হতে পারে।

খালেদা জিয়ার জামিন বিষয়ে তিনি বলেন, আগামী ৮ মে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের করা আপিলের শুনানি হবে। আশা করছি, সেই শুনানিতে আমরা সঠিক সিদ্ধান্ত পাবো। ইতোমধ্যে অন্যান্য মামলায় খালেদা জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করবো, সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও নির্দেশনা দিতে পারেন।

বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নাই। যা তারা (ক্ষমতাসীনরা) নিজেরাও জানে, খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই  বেআইনিভাবে তাকে আটকে রাখতে চায় ক্ষমতাসীনরা।  

খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা ‍হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় না হলে, এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি শীর্ষক এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া।

এ সময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।