ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেককে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ৬, ২০১৮
তারেককে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

পাবনা: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে।

রোববার (৬ মে) বিকেলে পাবনায় ২০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

উদ্বোধন শেষে জেলা জজ আদালত চত্বরে পাবনা গণপূর্ত বিভাগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় মন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন। মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন দেশে বিচার ব্যবস্থা আছে। ’

এছাড়া বিচারকদের মান উন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাবনার জেলা ও দায়রা জজ মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসন-৬ এর এমপি সেলিনা বেগম স্বপ্না, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম হাসনাইন, জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবীব হাসান প্রমুখ।

এর আগে ঢাকা থেকে ট্রেনে করে মন্ত্রী চাটমোহর রেলওয়ে স্টেশনে নামলে ঈশ্বরদী-আটঘরিয়া-চাটমোহর-ভাঙ্গুড়া-পাবনার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে চাটমোহর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংক্ষিপ্ত পথসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিশ্বাস করে না, যারা রাজনীতির নামে জ্বালাও পোড়াও করে, যারা বাংলাদেশের উন্নতির বিপরীতে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বাংলার জনগণ আর তাদের তথা স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চায় না।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।