ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন বিএনপি নেতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, মে ৬, ২০১৮
মেয়ের সঙ্গে এসএসসি পাস করলেন বিএনপি নেতা আশরাফ পাহেলী।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাস করছেন। একই সঙ্গে তার মেয়েও এসএসসি পাস করেছে। 

জানা যায়, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে।  

অপরদিকে, আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

 

হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আশরাফ পাহেলী নিজেও এবার পরীক্ষা দেয়া ও পাস করার বিষয়টি স্বীকার করেছেন।  

এর আগে আশরাফ পাহেলী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।