ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে নির্বাচন স্থগিতের পেছনে ক্ষমতাসীনদের ষড়যন্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, মে ৬, ২০১৮
গাজীপুরে নির্বাচন স্থগিতের পেছনে ক্ষমতাসীনদের ষড়যন্ত্র

গাজীপুর: বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেছেন, গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হওয়ার পেছনে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের যড়যন্ত্র রয়েছে। তাই এ নির্বাচনকে স্থগিত করা হয়েছে। কিন্তু বিজয়ের পতাকা আমাদের হাতেই রয়েছে। 

নির্বাচন স্থগিতের পর রোববার (০৬ মে) বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।  

আলাল বলেন, আমাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটাকে আপাতত আবেগে পরিণত করতে হবে।

আবেগটাকে বেগে পরিণত করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। যড়যন্ত্র করে এ নির্বাচন বেশিদিন বন্ধ করে রাখা যাবে না। এখানে নির্বাচন হবে, ইনশাল্লাহ জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।  

এখন বিএনপির ঐক্য ছাড়া কোনো পুঁজি নাই উল্লেখ করে তিনি বলেন, সরকার অত্যাচার ও নির্যাতন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।  

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নেতা মীর হালিমুজ্জামান ননী ও বিএনপি নেতা মেহেদী হাসান এলিস প্রমুখ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু রোববার দুপুরে সীমান্ত সংক্রান্ত জটিলতায় হাইকোর্ট তা স্থগিত করে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ০৬ মে, ২০১৮।
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।