নির্বাচন স্থগিতের পর রোববার (০৬ মে) বিকেলে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আলাল বলেন, আমাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটাকে আপাতত আবেগে পরিণত করতে হবে।
এখন বিএনপির ঐক্য ছাড়া কোনো পুঁজি নাই উল্লেখ করে তিনি বলেন, সরকার অত্যাচার ও নির্যাতন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির নেতা মীর হালিমুজ্জামান ননী ও বিএনপি নেতা মেহেদী হাসান এলিস প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু রোববার দুপুরে সীমান্ত সংক্রান্ত জটিলতায় হাইকোর্ট তা স্থগিত করে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ০৬ মে, ২০১৮।
আরএস/এমএ