ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ৬, ২০১৮
আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

ঢাকা: প্রায় ৫ ঘণ্টা আটক রাখার পর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। 

রোববার (০৬ মে) রাত ১০টার দিকে তাকে ছেড়ে দিয়েছে টঙ্গী থানা পুলিশ। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রাত ১০টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি এখন ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

এর আগে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন স্থগিতের দিন রোববার(০৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনে থেকে নোমানসহ ১৩জনকে আটক করে পুলিশ। নোমানকে ছেড়ে দিলেও বাকিদের আটক রাখা হয়েছে।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী কিবরিয়া খান জনি বাংলানিউজকে জানান, বিকেল থেকেই হাসান সরকারের বাড়ি ঘেরাও করে রাখে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আধাঘণ্টা আগে ওই বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি নেতারা।  
সেখান থেকে বের হওয়ার পর নোমানসহ চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, আটকদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী হাজী সামাদও আছেন। অন্যদের নাম জানাতে পারেননি জনি।

দুপুরে সীমান্ত সংক্রান্ত জটিলতার কারণে ১৫ মে অনুষ্ঠেয় গাসিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।  

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মে ০৬, ২০১৮

এমএইচ/এমএফআই/এসআইএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।