সোমবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির প্রয়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মোবিন-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল বলেন, কালকে যদি সুপ্রিম কোর্ট তার জামিন বহাল রাখে তাহলে অন্য মামলায় শ্যোন এ্যারেস্টের কারণে তিনি মুক্ত নাও হতে পারেন। এই সরকার নানা কৌশলে তাকে জেলে আটকে রাখার চেষ্টা করতে পারে। কারণ কুমিল্লার বিচারক খালেদা জিয়ার জামিনের শুনানির পরবর্তী তারিখ দিয়েছেন ১৫ মে। হাইকোর্ট জামিন দিলেও নিম্ন আদালত যদি আটকে দেয়, তাহলে বুঝতে হবে সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হোক।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এতে মানুষ খুশি হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গাজীপুর সিটি করপোরেশন আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত একই সূত্রে গাঁথা। তারা জাতীয় নির্বাচন নিয়ে এখন একই ধরনের দোতারা বাজাচ্ছে।
দলের চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ৭ মে, ২০১৮
এমএএম/আরআর