সোমবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৭ সালের একটি চাঁদাবাজির মামলায় রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে দুপুরে মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আমলি আদালত-১ এ হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। এসময় আদালতের বিচারক হায়দার আলী মঙ্গলবার (৮ মে) শুনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
এসআই