ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

চাঁদাবাজির মামলা

মুন্সিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, মে ৭, ২০১৮
মুন্সিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার আক্তার উজ জামান রাজীব

মুন্সিগঞ্জ: চাঁদাবাজির মামলায় মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ জামান রাজীবকে (৪৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজীব সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিছের ছেলে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৭ সালের একটি চাঁদাবাজির মামলায় রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর পরিপ্রেক্ষিতে দুপুরে মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আমলি আদালত-১ এ হাজির করে পাঁচদিনের রিমান্ড চায় পুলিশ। এসময় আদালতের বিচারক হায়দার আলী মঙ্গলবার (৮ মে) শুনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।