মজিদ একই সঙ্গে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এদিকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে সংগঠনটি।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ মে) সকালে ইসলামপুর সংলগ্ন জেলা কারাগারের নিচে জমি দখল করতে যায় মজিদ। এ সময় কারাগারের লোকজন বাধা দিতে গেলে মজিদ জেলার আবু ফাতাহকে মারধর করেন। পরে মজিদকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, সরকারি জমিতে অনুপ্রবেশ, কাজে বাধা ও জেলারকে মারধরের ঘটনায় জেলার আবু ফাতাহ বাদী হয়ে মজিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মিছিলটি ইসলামপুর এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন- সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে মজিদকে মুক্তি ও জেলার আবু ফাতাহ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ০৮, ২০১৮
আরবি/