ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক জিয়া বিদ্যুতের শত শত কোটি টাকা লুটপাট করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ৮, ২০১৮
তারেক জিয়া বিদ্যুতের শত শত কোটি টাকা লুটপাট করেছেন বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, তারেক জিয়া বৈদ্যুতিক পিলারের শত শত কোটি টাকা লুটপাট করেছেন। তারা টাকা ছাড়া কাউকে বিদ্যুৎ দেননি। আর বর্তমান প্রধানমন্ত্রী সারাদেশে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন। ডিসেম্বরের মধ্যে প্রতিটি ঘরে পৌঁছবে বিদ্যুৎ।

মঙ্গলবার (৮ মে) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, রংপুরের মানুষ পরিচয় দিয়ে এরশাদ নয় বছর ক্ষমতায় থেকেও দ্বিতীয় তিস্তা সড়ক সেতু ও ধরলা সেতু করতে পারেননি।

আওয়ামী লীগ ক্ষমতায় এসেই মানুষের দুর্ভোগ লাঘবে এ সেতু দু'টি নির্মাণ করেছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে দেশের প্রতিটি গ্রামের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে বসবাস করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন।

ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আক্কাস আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

ফলিমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির লালমনিরহাট আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক জাকির হোসেন, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।

এসময় ফলিমারী গ্রামের ২৫৬ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।