ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

ফুলপুরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, মে ৯, ২০১৮
ফুলপুরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে সাদেকুর রহমান নামে এক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বুধবার (০৯ মে) রাত ৮টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতা মিলনের সঙ্গে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুরের চরপাড়া এলাকার লোকজনের ঝগড়া হয়। এর জের ধরে সন্ধ্যায় নিজের মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে মিলনের লোকজন তাকে এলোপাতারি কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় ২০২৫ ঘন্টা, মে ০৯, ২০১৮
এমএএএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।