বৃহস্পতিবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
'আন্দোলনের গণজোয়ার তৈরি করে খালেদা জিয়াকে মুক্ত করবো' বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আহ্বানে মরা গাঙ্গে জোয়ার কখনোই আসেনি।
সুপ্রিম কোর্টে হট্টগোলকারীদের বিচার হওয়া প্রয়োজন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আইন এবং আদালতের মর্যাদা সমুন্নত রাখার স্বার্থে গতকাল যারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসের সামনে হট্টগোল করেছে। আশাকরি আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সড়ক পরিবহন শ্রমিক লীগের দাবির সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে শ্রমিকদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্সের জোর দিচ্ছে এবং এতদিন পর্যন্ত আপনারা লক্ষ্য করেছেন প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি হয়েছে।
শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র জয় হয়েছে, এবার আকাশ জয় করতে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, আমার আশঙ্কা হচ্ছে বিএনপি নেতারা আবার কখন বলে উঠবেন এটি ভারতের ষড়যন্ত্র। কারণ সাবমেরিন ক্যাবল যখন বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন খালেদা জিয়া বলেছিলেন দেশের গোপনীয়তা বঙ্গ হয়ে যাবে। যারা আসলে মেট্রিক পরীক্ষায় সব বিষয়ে পেল করে শুধুমাত্র উর্দু আর অংকে পাস করে তাদের পক্ষে সাবমেরিন এবং স্যাটেলাইট বুঝা সম্ভব না। সুতরাং আজকে বিএনপির উচিৎ ছিল শেখ হাসিনাকে, বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশ সরকারকে এবং জাতিকে অভিনন্দন জানানো।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম কে রানা ভান্ডারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও শ্রমিককল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, আয়োজক সংগঠনের সভাপতি গাজী আব্দুর রশিদসহ সড়ক পরিবহন শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসএইচ