ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার দিকে তাকাতে বললেন ফখরুল

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ১১, ২০১৮
প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার দিকে তাকাতে বললেন ফখরুল আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখুন, কিভাবে দুর্নীতি করলে, গণতন্ত্রের বাইরে চলে গেলে, সব শক্তি দিয়েও জনমতকে প্রতিহত করা যায় না। জনগণের যে বিজয় হয় তা প্রমাণ হয়েছে মালয়েশিয়াতে। 

শুক্রবার (১১ মে) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘রাজনীতি, সংগ্রাম ও সফলতার ৩৪ বছর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যার নাম বারবার উচ্চারিত হচ্ছে তিনি হলেন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ মে) তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের ৩৪ বছর অতিক্রম করেছেন। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে চলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করে চলেছেন।
 
খালেদা জিয়া কেন কারাগারে প্রশ্ন করে বিএনপি মহাসচিব বলেন, কারণ একটাই রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যাকে হাইকোর্টে জামিন দেওয়ার পর, তা স্থগিত করে সুপ্রিম কোর্ট শুনানি করেছে।
 
খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে আবারও তারা একদলীয় নির্বাচন করার চক্রান্ত করছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখছেন কিভাবে নির্বাচন কমিশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতিদিন খুলনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি যারা এজেন্ট হবেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে। তারপরও খুলনায় আমাদের প্রার্থী বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে এবং জয়লাভ করবে।
 
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্স সেন্টার আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলোকচিত্রী বাবুল তালুকদার।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপেদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল ইসলাম, জাসাস সহ-সভাপতি শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ১১, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।