ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক মন্ত্রী মাঈদুল ইসলামের দাফন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
সাবেক মন্ত্রী মাঈদুল ইসলামের দাফন রোববার

কু‌ড়িগ্রাম: সাবেক মন্ত্রী ও জাতীয়পা‌র্টির প্রে‌সি‌ডিয়াম সদস্য এ‌কেএম মাঈদুল ইসলামের চতুর্থ জানাজা শেষে রোববার (১৩ মে) বনানী কবরস্থা‌নে দাফন করা হবে।

শুক্রবার (১১ মে) সকালে বাংলা‌নিউজ‌কে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম মাঈদুলের ভাই স‌ফিকুল ইসলাম দারা।

তিনি বলেন, শুক্রবার বাদ জুম্মা রাজধানীর আসাদগেট নিউ কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে সাবেক মন্ত্রী মাঈদুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরে সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।  শনিবার (১২ মে) সকাল ১১টা ৩০মিনিটে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলা স্টেডিয়ামে তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ আবারও ঢাকায় আনা হবে।

রোববার (১৩ মে) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে মরহুমের চতুর্থ জানাজা শেষে বাদ মাগরিব রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানান দারা।

এর আগে, বৃহস্প‌তিবার (১০ মে) দিনগত রাত ১১টা ৪০ মি‌নি‌টে সা‌বেক মন্ত্রী এ‌কেএম মাঈদুল ইসলাম ঢাকার ইউনাই‌টেড হাসপাতা‌লে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।  

১৯৪০ সালের ২৯ মে আসামের কোকড়াডাঙ্গার সুখেরচরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন মাঈদুল ইসলাম। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন মাঈদুল।

** সা‌বেক মন্ত্রী মাঈদুল মারা গেছেন

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১১, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।