শুক্রবার (১১ মে) দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যানে। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন।
ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। শাহবাগ থেকে টিএসসি, নীলক্ষেত-টিএসসি, দোয়েল চত্বর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাতে রংপুর, খুলনা, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, লালমনিরহাট, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়।
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ চন্দন বাংলানিউজকে বলেন, সম্মেলন উপলক্ষে ক্যাম্পাসে সকাল থেকে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের সম্মলনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনা যোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দিবেন। যাদের মাধ্যমে ছাত্রলীগ এগিয়ে যাবে।
এবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য তিন শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শীর্ষ দু’টি পদে সর্বশেষ সম্মেলনে সরাসরি ভোটে নির্বাচিত হলেও এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
এসকেবি/আরবি/