ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোটের দিন খুলনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, মে ১৪, ২০১৮
ভোটের দিন খুলনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৫ মে) ভোটের দিন সকালে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভবনা রয়েছে। এতে ভোটারদের দুর্ভোগে পড়তে হতে পারে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় ভোটের দিন সকালের দিকে অস্থায়ী দমকা হাওয়াসহ কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানিয়েছেন, বৈরি আবহাওয়া মোকাবেলায় প্রস্তুত তারা।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা,  মে ১৪, ২০১৮
এমআরএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।