সোমবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, রমজান মাসে মানুষের অতি প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চলছে। সেখানে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের জন্য অঘোষিতভাবে চলছে কারফিউ, আর আওয়ামী সন্ত্রাসীদের চলছে ফাঁকা মাঠে উৎসব।
তিনি অভিযোগ করেন, রোববার (১৩ মে) খুলনায় বিএনপির পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার সময় ১০-১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শিল্প এলাকায় দা-রামদা নিয়ে বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। আমি বিএনপির পক্ষ থেকে দেশি-বিদেশি বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা ও গণমাধ্যম কর্মীদের খুলনার ভয়ঙ্কর পরিস্থিতির সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল ঢেউ সামলাতে না পেরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু গেজেট প্রকাশ না করায় আবারও আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা। যদিও শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, বাতিল নয়।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আবারও তিনটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএইচ/আরআর