ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা খালি মাঠে খেলতে চাই না

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মে ১৪, ২০১৮
আমরা খালি মাঠে খেলতে চাই না

পাবনা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে খেলতে চাই না। বিএনপিকে সঙ্গে নিয়ে খেলেই জয়লাভ করতে চাই। এ খেলায় বিএনপি ফাউল করলে জনগণ লালকার্ড দেখাবে।

সোমবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় পাবনার সাঁথিয়ার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বাউসগাড়ী গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন ছেড়ে আপনারা পালাবেন না।

আগামী নির্বাচনে জয় লাভের মাধ্যমে শেখ হাসিনা হ্যাট্রিক জয়লাভ করবে। আমরা চাই, খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নেবেন। খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেলে দেয়নি। এতিমদের টাকা আত্মসাত করায় আদালত তাকে জেলে দিয়েছে। খালেদা জিয়া তিন মাস জেলে থাকলেও বিএনপি আনন্দোলন করে গাছের একটি পাতাও নড়াতে পারেনি।

নাসিম আরও বলেন, এবারের নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই হবে। শেখ হাসিনা বাংলাদেশের লাল সবুজ পতাকাকে স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ পর্যন্ত নিয়ে যাওয়ায় বিএনপির নেতা মির্জা ফখরুলের মাথা ঘুরপাক খাচ্ছে। হায়নাদের দল ভেতরে বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী নির্বাচন বিজয়ের মাসে অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান।

পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়াণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।