মঙ্গলবার (১৫ মে) সকাল ৯টার পর তারা আদালতে উপস্থিত হন।
হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপেক্ষের আপিলের ওপর এ রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।
এর আগে সবপক্ষের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ১৫ মে দিন নির্ধারণ করেন। দ্রুত আপিল নিষ্পত্তি এবং খালেদার জামিন বাতিল চেয়ে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখার আর্জি জানিয়ে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহম্মদ আলী ও জয়নুল আবেদীন।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
ইএস/জেডএস