মঙ্গলবার (১৫ মে) রাতে খালেককে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এরপরই মিছিল-স্লোগানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতা-কর্মীরা।
এ সময় তারা নব নির্বাচিত নগর পিতাকে ফুলের মালা পরিয়ে দেন। একে অপরকে মিষ্টিমুখও করান। আনন্দ উল্লাস করতে করতে মিছিল করেন তারা।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা টানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শেরু হয় ভোট গণনা।
গণনা শেষে ভোটেল ফল অনুযায়ী, নৌকা প্রতীকে তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৯০২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ মার্কায় ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট পান।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মে ১৫ , ২০১৮
এমআরএম/এমএ