বুধবার (১৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, পেঁয়াজ, রসুন, চিনি, কাঁচা মরিচ, বেগুন, আলু, হলুদ, আদা, টমেটো, শসাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।
‘বিভিন্ন ধরনের মসলাসহ খাদ্যপণ্যের দাম কেজিপ্রতি ১০/১৫ টাকা থেকে শুরু করে ৪০/৫০ টাকা পর্যন্ত বাড়ায় নিম্ন আয়ের মানুষের অবস্থা এখন বিপন্ন।
বিএনপি মহাসচিব বলেন, পবিত্র মাস কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভের জন্য কারসাজি করে দ্রব্যের মূল্য বাড়িয়ে মানুষকে ভোগান্তিতে ফেলেছেন। মানুষের কষ্ট লাঘব করা দূরে থাক, বরং সরকার চায় তাদের লোকজন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমে আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠুক।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমএইচ/এএ