ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

তিতুমীরে আধিপত্য নিয়ে ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মে ১৯, ২০১৮
তিতুমীরে আধিপত্য নিয়ে ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত সরকারি তিতুমীর কলেজ

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুইছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সোহেল রানা (২০) ও নিরব রানা (২০)।

তাদের আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আর নিরব সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ বাংলানিউজকে বলেন, কলেজ ক্যাম্পাসের ভেতরেই সভাপতি রিপন মিয়ার নির্দেশে সহ সভাপতি মুরাদ হোসেন জন, রাসেল, আতিকসহ চার থেকে পাঁচজন অতর্কিতভাবে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন সোহেলকে। পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে নিরবও আহত হন।

সুমন আরও বলেন, এ হামলার মূল পরিকল্পনায় ছিলেন সভাপতি রিপন নিজেই। তার নির্দেশেই এ ঘটনা ঘটেছে।

এদিকে, চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, সোহেলের মাথায়, বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলানিউজকে বলেন, একটি মেয়েকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।