ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইলিয়াস আলীর বাসায় ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
ইলিয়াস আলীর বাসায় ড. মোশাররফ নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২২ মে)  বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইলিয়াস আলীর বাসায় যান।  

ড. মোশাররফ হোসেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা ও সাহস দেন।

এ সময় ড. মোশাররফের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ- স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২১ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ইলিয়াস আলীর বাসায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে কে বা কারা প্রবেশের চেষ্টা করে।  

এ বিষয়ে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অংশ হিসেবেই ইলিয়াস আলীর বাসায় গভীর রাতে প্রবেশের চেষ্টা করে ডিবি’র সদস্যরা। তখন ভীত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী দলীয় নেতাকর্মীদের ফোনে বিষয়টি জানান। তবে এ বিষয়ে থানা এবং ডিবি পুলিশ কিছুই জানে না বলে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।