মঙ্গলবার (২২ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোয়খালী জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।
তিনি বলেন, সুনামির মতো মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্রই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ছাড়া মাদকের বিরুদ্ধে দেশের কোনো রাজনৈতিক দল কথা বলেনি। যা খুবই দুর্ভাগ্যজনক। এটা সমাজের বিরাট সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সব রাজনৈতিক দলের এ বিষয়ে ঐকমত পোষণ করা দরকার।
বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে তারা একটা কথাও বলেনি। সরকার যখন একটি ভালো পদক্ষেপ নিয়ে অভিযান শুরু করেছে তখন বিএনপির ভালো লাগছে না। সরকারের ভালো কাজ জনগণের কাছে প্রশংসিত হলে বিএনপির ভালো লাগে না, এটাই বাস্তবতা।
ক্রসফায়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এটাতো ক্রসফায়ার না, মুখোমুখি ববন্দুকযুদ্ধ। মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র আছে। তারা যদি মোকাবিলা করে পুলিশ ও র্যাব কি তাদের ছেড়ে দেবে? মাদক ব্যবসায়ীরাদের সঙ্গে একটি শক্তিশালী সন্ত্রাসী চক্র রয়েছে। কাজেই এ চক্রের সঙ্গে মুখোমুখি সংঘাত হতেই পারে।
ইফতার অনুষ্ঠানে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব আ স ম রব, মেজর (অব.) এম এ মান্নান, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, মোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
এছাড়াও জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো. শামসুল হক, ইফতার উপ-কমিটির আহ্বায়ক কে বি এম সহিদ উল্যাহ ও সদস্য সচিব খন্দকার লুৎফর রহমান ফটিক।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ২২, ২০১৮
ইএস/এএ