রোববার (২৭ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের এ আহ্বান জানান।
ভারতের আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ায় অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রলীগকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য ছাত্রলীগকে কাজ করে যেতে হবে। স্যাটেলাইট উৎক্ষেপন নিয়ে যেভাবে লিফলেট বিতরণের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরা হয়েছে। একই ভাবে সরকারের অন্য উন্নয়নের কাজও লিফলেট আকারে জনগণের কাছে তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ভারত সরকার আমাদের নেত্রী শেখ হাসিনাকে সম্মান দিয়েছে। তারা প্রধানমন্ত্রীকে ডি-লিট দিয়ে সম্মানিত করেছে। তিনি বিভিন্ন দেশ থেকে নানা উপাধিতে ভূষিত হচ্ছেন। প্রধানমন্ত্রী এখন আর ১৬ কোটি মানুষের সম্পদ নয়, সারাবিশ্বের মানুষের সম্পদে পরিণত হয়েছে। '
তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার সারা বিশ্বের মানুষের রোল-মডেলে পরিণত হয়েছে। সবাই তাকে অনুসরণ করছে। তাকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশ ও ছাত্রলীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাব। আগামী নির্বাচনে চতুর্থবার এর মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করব।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আদিত্য নন্দী, মেহেদি হাসান রনি, চৈতালী হালদার চৈতী, দফতর সম্পাদক দেলোয়ার শাহাজাদা, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান প্রমুখ।
সমাবেশের আগে মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি কলাভবন, ডাকসু, সামাজিক বিজ্ঞান অনুষদ, হয়ে অপরাজেয় বাংলায় সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসকেবি/এসএইচ