ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

বিকল্পধারার ইফতার মাহফিল মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, মে ২৮, ২০১৮
বিকল্পধারার ইফতার মাহফিল মঙ্গলবার

ঢাকা: কূটনীতিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে বিকল্পধারার ইফতার মাহফিল মঙ্গলবার (২৯ মে)।

সোমবার (২৮ মে) বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, যুক্তফ্রন্টের চেয়ারম্যান এবং বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান মঙ্গলবার এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন।

বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে (বাড়ি নং-৪০, রোড-৩৫, গুলশান-২, ঢাকা) এ ইফতার মাহফিল হবে।

এতে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা। অংশ নেবেন কূটনীতিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।