সোমবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
পার্টির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ক্ষমতা এখন অন্যদের হাতের ক্রীড়ানক হয়ে গেছে। মোদীর কাছে ক্ষমতা চেয়ে লাভ নেই। দেশের জনগণের কাছে ক্ষমতা চাইতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মাদকবিরোধী অভিযানের নামে প্রতিদিন বিচার বহির্ভূতভাবে ১০/১২ জন মানুষ হত্যা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বদির বিরুদ্ধে প্রমাণ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাহলে অন্য যাদের হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে কী প্রমাণ পেয়েছেন তা জাতি জানতে চায়।
বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মুকিতের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বিএম নাজমুল হক, অতিরিক্ত মহাসচিব জাফর আহমেদ জয় প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এমএইচ/এএ