ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

রাজনীতি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, মে ২৯, ২০১৮
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে সভা বরিশালে বিএনপির আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকালে নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি নুরুল আমিন, কোতয়ালি বিএনপি সাংগঠনিক সম্পাদক মন্টু খান, জেলা মহিলা দল যুগ্ম সম্পাদিকা ফাতেমা রহমান প্রমুখ।



বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মন্নান মাস্টার), বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, বাকেরগঞ্জ পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোজ্জেল হোসেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, মাহফুজুল হক মিঠু প্রমুখ।

আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দলীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।