মান্না বলেন, আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়। আপনাকে কষ্ট দেবার জন্য বলছি না, অহেতুক খোঁচাও দিচ্ছি না।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শর্ত ছাড়াই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত, যদি অংশগ্রহণমূলক নির্বাচন চান। অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই, এর বিকল্প যা কিছু হবে তা দেশের সর্বনাশ আনবে।
মঙ্গলবার (২৯ মে) রাজধানীর গুলশানের অল কমিউনিটি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।
মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, সর্বশেষ এই কয়দিনে ১১১ জন মানুষকে হত্যা করা হয়েছে। এটা সত্যি সত্যি একটা মৃত্যুর মিছিল বলতে পারেন, সেই মিছিল চলছে, থামছে না। আমরা অনেক অনুনয়-বিনয়, প্রতিবাদ করেছি। আপনার সংসদ সদস্যকে যদি প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা না যায়, তাহলে এদের নামে অভিযোগ আছে তারও কোনো প্রমাণ নেই, তাহলে এদের গুলি করে মারবেন কেনো?
উনারা (সরকার) বলছেন আমরা যুদ্ধ করছি। নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এরকম প্রকাশ্য ঘোষণা বাংলাদেশে প্রথম, পৃথিবীর ইতিহাসেও এমন কোথাও ঘটেনি। আমরা যারা এখানে আছি তারা এই হত্যার নিন্দা করি, যোগ করেন মান্না।
বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্না, জেএসডির সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ, বিকল্পধারার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ওমর ফারুকসহ বিকল্পধারার কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ার ডাক ফখরুলের
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমএইচ/এমজেএফ