ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পেকুয়ায় তাঁতী লীগ নেতার গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৮
পেকুয়ায় তাঁতী লীগ নেতার গুলিতে যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় তাঁতী লীগ নেতা এহসান আরফাত ইয়াসিনের ছোড়া গুলিতে আবুল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই যুবলীগ নেতা মো. শাহজাহান গুরুতর আহতবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৩০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত যুবক পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার নুরুল হোসেনের ছেলে।

এর আগে, মঙ্গলবার (২৯ মে) দিনরাত ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আবুলসহ তার ভাইকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক।  

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেকুয়া সদর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি এহসান আরফাত ইয়াসিনসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে আটক ইয়াসিন ও কাইয়ুমের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক অভিযুক্ত সালাহ উদ্দিনের বাড়ি থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি এক নলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, কার্তুজের একটি খোস ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়।

নিহত আবুলের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে শাহজাহানের একটি ছাগল চুরি হয়। এ নিয়ে বাইম্যাখালী গ্রামের তোফাইল, সাদ্দাম, সালাহ উদ্দিনসহ কয়েকজনকে আসামি করে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে শাহজাহান। মঙ্গলবার বিবাদীদের বিরুদ্ধে নোটিশ দেয় পুলিশ। এ নোটিশ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা শাহজাহানের সঙ্গে অভিযুক্তদের দু'দফা বাগবিতণ্ডা হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৯ মে) রাতে শাহজাহান ও তার ভাইসহ কয়েকজন বাড়ির পাশে রাস্তায় গল্প করছিলেন। এ সময় শাহজাহান ও তার ভাই আবুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে এবং তাদের এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় ইয়াসিন, সালাহ উদ্দিনসহ ৮ থেকে ১০জন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, নিহতের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।