কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠিনক সম্পাদক পদে একজন করে নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (০১ জুন) দিনগত রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল নিশাত ও সাংগঠনিক সম্পাদক মোকছেদুল ইসলাম টুটুল।
দিনাজপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরে জাতীয়বাদী যুব দলকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্র থেকে নতুন কমিটি নিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। আগামীতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ০২, ২০১৮
আরবি/