তিনি বলেছেন, কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। খুনি-সন্ত্রাসীদের মতো বেআইনি হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেওয়াই তার বক্তব্যের মূল উদ্দেশ্য।
রোববার (০৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, টেকনাফে কাউন্সিলর একরাম হত্যার অডিও, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয়, মাদক বিরোধী অভিযানের নামে এখন পর্যন্ত প্রায় ১৩০ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।
রিজভী বলেন, ইয়াবার গডফাদার এমপি বদিসহ ক্ষমতাসীনদের প্রভাবশালী ব্যক্তিরা কিভাবে এতগুলো গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশছেড়ে গেল জাতি তা জানতে চায়। সরকারই গডফাদারদের পালিয়ে যেতে সাহায্য করছে।
জাল নথির উপর ভিত্তি করে সরকারের নির্দেশে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির এই মুখপাত্র।
তিনি বলেন, বহু টালবাহানার পর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারি কারসাজিতে তা আটকে দেওয়া হয়েছে। হাইকোর্ট কোনো মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগ কারও জামিন স্থগিত করে এমন নজির বাংলাদেশে আর একটিও নেই।
পবিত্র ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে রিজভী বলেন, ঈদের আগেই খালেদাকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না। কারণ খালেদা জিয়ার উপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে তারা।
সংবাদ সম্মেলনে দলটির কয়েকজন অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এমএইচ/এমএ