ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কমিটি বাতিলের দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুন ৩, ২০১৮
কমিটি বাতিলের দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ কমিটি বাতিলের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল উত্তর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিতরা।

রোববার (৩ জুন) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের সদররোড এলাকায় বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে বিক্ষুব্ধরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গৌরনদী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ মিয়া, যুবদল নেতা গোলাম মোর্সেদ মাসুদ, গৌরনদী থানা ছাত্রদল আহ্বায়ক মুন্না আহমেদ রিয়াজ প্রমুখ।

উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, কমিটি গঠন করার বিষয়টি কেন্দ্রীয় কমিটির। তারা দলের স্বার্থে নতুন করে যুবদলকে উজ্জীবিত করার লক্ষেই কমিটি গঠন করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ৩, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।