ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী পক্ষের ১৫ নেতাকর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী পক্ষের ১৫ নেতাকর্মীর জামিন

টাঙ্গাইল: কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা বিএনপির একাংশের ১৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার (৩ জুন) আদালতে আত্মসমর্পণের পর টাঙ্গাইল মুখ্য বিচারিক হাকিম আবুল মনসুর মিয়া তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে জামিন প্রাপ্তরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন।

জামিনপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপি থেকে বহিষ্কৃত সহ সভাপতি আলী ইমাম তপন ও হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, বহিষ্কৃত যুগ্ম সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল, সরকারি সা’দত কলেজছাত্র
সংসদের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজসেবা সম্পাদক আব্দুল বাতেন, বন ও পরিবেশ সম্পাদক নরুজ্জামান টুটুল এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লা।

উল্লেখ্য, গত ৩০ মার্চ বর্ধিত সভায় যোগদান করতে না পেরে জেলা বিএনপির বিদ্রোহী পক্ষ শহরের ভিক্টোরিয়া সড়কের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বাদী হয়ে টাঙ্গাইল
বিচারিক হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে দলীয় কার্যালয় ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ আনা হয়।  

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। তদন্ত শেষে আদালত
মামলাটি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।