বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, গ্রামের রহিমন-করিমনরা চুরি করলে তাদের সাজা হবে আর আপনি চুরি করলে আপনাকে শাস্তি দেওয়া যাবে না? চুরি এমন জিনিস, এটা হজম করা খুব কঠিন।
রোববার (৩ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদুল ফিতরের উপহারসামগ্রী বিতরণী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপিকে উদ্দেশ্য করে এসময় তিনি আরো বলেন, আপনারা যদি ছাড়া পেতে চান, মুক্তি চান তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেন, ক্ষমা ভিক্ষা করেন। রাষ্ট্রপতি যদি ক্ষমা করেন তাহলে হবে, না হলে হবে না। কাজেই আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই।
শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
এদিন মন্ত্রী উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির মেধাবী প্রথম ১০ জন করে মোট ১৬৭ জনের মধ্যে থ্রিপিস, ১৩৫টি শাড়ি, ১০ম শ্রেণির মেধাবী প্রথম ১০ জন করে মোট ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন।
এছাড়াও গরীব ও দুস্থদের মধ্যে তিন হাজার ৯০০টি শাড়ি, ৮৫০টি ট্রাউজার-গেঞ্জি সেট, ৫০০টি শার্ট ও খেজুর বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এসআই