ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে এখন গণতন্ত্র নেই: চৌধুরী কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ৬, ২০১৮
দেশে এখন গণতন্ত্র নেই: চৌধুরী কামাল সেমিনারে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। মানুষের বাগ স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়ে এদেশের জনগণকে বঞ্চিত করা হয়েছে। 

বুধবার (৬ জুন) বিকেলে জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার স্বপ্নের ছোঁয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনার, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, সরকার যখন মিডিয়াগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনসচেতনতা তৈরি ও তাৎক্ষণিক তথ্য জানাতে বিশেষ ভূমিকা রাখছে।

 

তিনি বলেন, খালেদা জিয়াকে কারামুক্ত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দা সুমাইয়ার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জিয়া সাইবার ফোর্স এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা স্কোয়াড্রন কমান্ডার (অবঃ) ওয়াহিদ উন নবী, জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফায়জাল, মহাসচিব কেএম হারুন, বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সহ-সভাপতি ভিপি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক খান জিতু প্রমুখ।

সেমিনারের শেষে খালেদা জিয়ার কারামুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।