ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘এবারের চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনও হয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৮
‘এবারের চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনও হয়নি’ ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহনমন্ত্রী। ছবি বাংলানিউজ

ভোলা: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বাজেট কোনো দলের হয় না, বাজেট হয় জাতির। এবারের চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখনও হয়নি।’

তিনি বলেন, ‘এবারের বাজেট সবচেয়ে ভালো হয়েছে, এখানে কোনো কিছুরই দাম বাড়েনি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাঁকা চোখে দেখে।

তারা এ সরকারের কোনো কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে। বিএনপি যতোই আস্ফালন করুক না কেন তাদের নির্বাচনে আসতেই হবে। ’

শুক্রবার (৮ জুন) সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি। এবারও প্রতিটি ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রণ করা হবে। যাতে কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী এবং ঝুঁকিপূর্ণভাবে যেতে না পারে। ’ 

বিআইডব্লিটিএ এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।