ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাজেটে সুশাসন প্রতিষ্ঠার ইঙ্গিত নেই: মওদুদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ৮, ২০১৮
বাজেটে সুশাসন প্রতিষ্ঠার ইঙ্গিত নেই: মওদুদ আলোচনা সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাজেটে সুশাসন প্রতিষ্ঠা করার কোনো ইঙ্গিত নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ বাজেটটা তৈরি করা হয়েছে একমাত্র আগামী নির্বাচনকে সামনে রেখে। এর মাধ্যমে দেশের তিন কোটি বেকার-হতদরিদ্র মানুষকে মূল অর্থনীতির স্রোতধারায় আনা সম্ভব নয়।  

শুক্রবার (০৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

মওদুদ আহমদ বলেন, এ বাজেট দুর্নীতিপরায়ণ, অদক্ষ, অযোগ্য সরকারের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়।

এ বাজেটের মাধ্যমে গরিব গরিবই থেকে যাবে। বড় লোক আরো বড় লোক হবে। আমি বৃহস্পতিবারও বলেছি, ইটস এ বিগ বিউটিফুল ব্লু  বেলুন। অর্থাৎ বেলুনটা খুব সুন্দর এবং সবুজ রংয়ের। এত সুন্দর একটা বেলুন, কিন্তু ভেতরে কিছু নেই। একটা পিন দিয়ে খোঁচা দিলেই শেষ হয়ে যাবে।

তিনি আরো বলেন, আমরা এমন একটা সরকার দেখতে চাই, যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত। সে ধরনের সরকার দেখতে হলে গ্রহণযোগ্য নির্বাচন দরকার। কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন দলীয় সরকারের অধীনে কখনোই সম্ভব নয়। নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। সে নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে। যাতে জনগণ নির্ভয়ে তার ভোট দিতে পারে।

ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।