ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না'গঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, জুন ৯, ২০১৮
না'গঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সভাপতি আবুল কাউসার আশাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করার সময় পুলিশ তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আহত হন পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগসহ দুইজন কনস্টেবল।

পুলিশ জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একটি মিছিল জননিরাপত্তা বিঘ্নিত করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুর করায় ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু, আকাশ আহমেদ, বাসিত ও সোহেল।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল থেকে জননিরাপত্তা বিঘ্নিত করা ও পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।