ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ১০, ২০১৮
আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী বরিশালে ইফতার মাহফিল-দোয়া অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

বরিশাল: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়) সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়নে বিশ্বাসী, ফলে আওয়ামী লীগ সরকার গঠন করলেই দক্ষিণাঞ্চলের গণমানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন সাধিত হয়।

রোববার (১০ জুন) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল-দোয়া অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে।

সুতরাং উন্নয়নের স্বার্থে আবারো আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসতে হবে।  

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজত পরিচালনা করা হয়।  

একইদিন বিকেল সাড়ে তিনটায় গৌরনদী উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম মুনির, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র নাগ, গৌরনদী ফায়ার সার্ভিস ইনচার্জ ফারুক হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম মিয়া প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ০৩১২ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।