ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নীলফামারীতে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৮, জুন ১১, ২০১৮
নীলফামারীতে জামায়াত নেতা গ্রেফতার

নীলফামারী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক নীলফামারী জেলা আমির অধ্যক্ষ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। 

রোববার (১০ জুন) রাতে জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারের একটি চায়ের দোকানে ইফতারের সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জামায়াত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম নাশকতার পরিকল্পনা করছিলেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

আজিজুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের বাসিন্দা। ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা উপজেলার ব্রাক্ষণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি তিনি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতাকে সোমবার (১১ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।