ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৮
কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হতে পারে। 

এজন্য মঙ্গলবার (১২ জুন) সকাল থেকে ওই কারাগারের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দেখা গেছে কারাগারের সামনে সড়কে যানবাহন চলাচল শিথিলতা।

কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা জোরদার।  ছবি: বাংলানিউজ কারা ফটকের সামনে কারারক্ষীদের পাশাপাশি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া কারা ফটকের সামনেই রয়েছে পুলিশের লোগোযুক্ত সাদা রঙের একটি জিপ গাড়ি, সম্ভবত খালেদাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি এখানে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি  অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি পুলিশের গাড়ি অবস্থান নিয়েছিল সেখানে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।