বুধবার (১৩ জুন) দুপুরে এ তথ্য বাংলানিউজকে জানান পার্টির প্রেস সচিব শামীম হায়দার।
প্রতিটি ঈদ মহানজামাতে মহাসাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য ও অনাবিল খুশির সমান অংশীদার ধীন-গরিব সর্বস্তরের মানুষকে এক কাতারে বসিয়ে ঐতিহ্যবাহী ঈদ খাবারের আপ্যায়ন করা হবে।
রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে দু'টি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরো ৮৭টি ঈদ মহা জনজামাত অনুষ্ঠিত হবে। সব জামাত একযোগে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মাসব্যাপী রোজা পালন শেষে মহিমা ও তাৎপর্য ধনী, গরবী নির্বিশেষে সবার মধ্যে পৌঁছে দিতেই এ আয়োজন করে আসছে জাকের পার্টি।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমআইএস/এসএইচ