ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের বিকল্প নাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
উন্নয়ন অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের বিকল্প নাই  ইফতার মাহফিলে রাশেদ খান মেনন

ব‌রিশাল: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে পুনঃরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। 

বুধবার (১৩ জুন) সন্ধ্যায় বাবুগঞ্জ খানপুরা রাশেদ খান মেনন মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন তিনি।

এসময় তি‌নি ব‌লেন, দেশ আজ উন্নয়নশীল দেশের দারপ্রান্তে।

দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।  

‌তি‌নি আরও ব‌লেন, ইতোমধ্যেই আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মহাকাশের সঙ্গে সংযুক্ত হয়েছি, যার সুফল ইতোমধ্যে বইতে শুরু করেছে। দেশের ৩ কোটি কৃষক আজ ডিজিটাল তথ্য সেবা নিতে শুরু করেছে।  

জেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও যুব মৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান’র সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

উপ‌স্থিত ছি‌লেন-ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের কমিশনার মাহাফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বাবুগঞ্জ ইউএনও সুজিত হাওলাদার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) বিবি খাদিজা প্রমুখ।  

এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, এতিম শিশু, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

বাংলা‌দেশ সময় : ২৩৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।