বুধবার (১৩ জুন) সন্ধ্যায় বাবুগঞ্জ খানপুরা রাশেদ খান মেনন মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, দেশ আজ উন্নয়নশীল দেশের দারপ্রান্তে।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মহাকাশের সঙ্গে সংযুক্ত হয়েছি, যার সুফল ইতোমধ্যে বইতে শুরু করেছে। দেশের ৩ কোটি কৃষক আজ ডিজিটাল তথ্য সেবা নিতে শুরু করেছে।
জেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও যুব মৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান’র সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহাফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বাবুগঞ্জ ইউএনও সুজিত হাওলাদার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) বিবি খাদিজা প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, এতিম শিশু, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২৩৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএস/আরএ