ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার আত্মীয় ও দলের নেতারা কারাগারে যাবেন দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
খালেদার আত্মীয় ও দলের নেতারা কারাগারে যাবেন দুপুরে

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন দলটির সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে জানান, শনিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এসময় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন বিএনপির সিনিয়র নেতারা।

এছাড়া খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরাও তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাবেন। দুপুর ২টার পরে তাদের কারাগারে যাওয়ার কথা রয়েছে।

তিনি আরো জানান, প্রতিবছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন সর্বস্তরের জনগণ ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এ বছর তিনি কারাগারে থাকায় বিএনপির ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।