মঙ্গলবার (১৯ জুন) সকালে ব্যক্তিগত সফরে মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা জানান।
মেনন বলেন, বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে অনেকে ঘর বাড়ি হারিয়েছেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আমি সপরিবার মৌলভীবাজার ঘুরতে এসে এখানকার বন্যা পরিস্থিতি দেখে ব্যথিত হয়েছি। যার জন্য আমার পার্টির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে ত্রাণের ব্যবস্থা করেছি। স্থানীয় প্রশাসনও আমাদের ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে।
এর আগে মন্ত্রী পৌরসভার সৈয়ারপুর এলাকায় লোকনাথা সেবা আশ্রমে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সাধারণ সম্পাদক সিকন্দর আলী, মৌলভীবাজার জেলা সম্পাদক আব্দুল আহাদ মিনার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
আরএ