ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে লাঙল পেলেন আক্কাছ আলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে লাঙল পেলেন আক্কাছ আলী

ঢাকা: কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে ডা. আক্কাছ আলী সরকারকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বুধবার (২০ জুন) তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

জাতীয় পার্টি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্কাছ আলী সরকার।

জাতীয় পার্টির ঘাটিখ্যাত এই আসনটিতে দীর্ঘদিন ধরেই দলটির প্রার্থীরা জয়ী হয়ে আসছে। নব্বইয়ের পর থেকে আসনটিতে শুধু ৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিলো। এছাড়া প্রত্যেক নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে আসছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য শিল্পপতি একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।