ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিন সিটিতে একক প্রার্থী দেবে ২০ দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
তিন সিটিতে একক প্রার্থী দেবে ২০ দল

ঢাকা: আসন্ন তিনটি সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। বিষয়টি আগামী ২৭ জুন পরবর্তী বৈঠকে চূড়ান্ত হবে।

বুধবার (২০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

২০ দলীয় জোটের শীর্ষ এক নেতা বাংলানিউজকে বলেন, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কথা হয়েছে।

তিন সিটিতেই জামায়াতের মেয়র প্রার্থী আছেন। এছাড়া সিলেটে খেলাফত মজলিসের একজন মেয়র প্রার্থী আছেন। তারা তাদের দাবি তুলেছেন। তবে আগামী ২৭ জুন পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো ব্রিফিং করা হয়নি।

জানতে চাইলে বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া বাংলানিউজকে বলেন, গাজীপুরসহ চার সিটি নির্বাচনে এককভাবে কাজ করবে ২০ দল। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির পাশে থাকার সিদ্ধান্ত হয়েছে। এই আন্দোলন ধীরে ধীরে বেগবান করার বিষয়েও আলোচনা হয়েছে।  

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান দেশের বাইরে থাকায় তিনি বৈঠকে উপস্থিত ছিলেন না।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি রেহেনা প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুর রাকিব, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সভাপতি সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের যুগ্ম-মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ হবে। অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে ২৬ জুন।
 
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।